খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় সোহরাব সরদার (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব সরদার উপজেলার হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোবহান আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে পৌরসভার কালীবাড়ি এলাকায় ভিক্ষা করার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বিকেল আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, ‘আমরা চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারিনি। মাথায় প্রচণ্ড আঘাতজনিত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা ছিল।
পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, ‘নিহতের পরিবারের জন্য অপেক্ষা করছি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন