খুলনার পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছর বয়সি মুস্তাফিজুর রহমান শেখের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু নয়ন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাহমুদ কাটি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুস্তাফিজুর রহমান কপিলমুনি ইউপির বিরাশী ভেদামারি এলাকার মফিজুল শেখের ছেলে এবং হাবিবনগর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আগড়ঘাটা থেকে কপিলমুনি বাজার যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মুস্তাফিজুর গুরুতর আহত হয়। পথচারীরা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটায় খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফিজ রাতেই মারা যায়। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, ‘এই বিষয়ে তার কাছে এখনও বিস্তারিত তথ্য নেই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন