শনি-আকৃতির বহিঃসৌর গ্রহের ছবি তুলল জেমস ওয়েব টেলিস্কোপ
জুলাই ৩, ২০২৫, ০৩:৫৭ এএম
সৌরজগতের বাইরের গ্রহ অন্বেষণে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে জেমস ওয়েব স্পেসটেলিস্কোপ (জেডব্লিউএসটি)। সম্প্রতি টেলিস্কোপটি প্রথমবারের মতো শনি গ্রহের আকৃতির একটি এক্সোপ্ল্যানেট বা বহিঃসৌরগ্রহের সরাসরি ছবি তুলতে সক্ষম হয়েছে। ‘টিডব্লিউএ ৭বি’ (টিডব্লিউএ ৭বি) নামের এ গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১১০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
টিডব্লিউএ ৭বি একটি গ্যাসীয় গ্রহ, যার আকার শনি গ্রহের মতো...