যাত্রীর হেলমেটে উদাসীন বাইকাররা
এপ্রিল ১৬, ২০২৫, ০১:৫৯ পিএম
রাজধানীতে মোটর রাইড শেয়ারিং পেশা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আইনি জটিলতা এড়াতে হেলমেট ব্যবহারেও তারা বেশ তৎপর। অথচ সে হেলমেট একেবারেই হালকা ও নিম্নমানের। বিশেষ করে যাত্রীর হেলমেট নামমাত্র। এতে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি থেকেই যাচ্ছে।তবে এ নিয়ে ভারী হেলমেটে যাত্রীদের অনীহাসহ নানা অজুহাত দাঁড় করাচ্ছেন রাইডাররা। যদিও যাত্রীদের অভিযোগ, নিয়ম...