সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (৩০) নামের এক বিকাশকর্মী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের পাশে একটি বাগানে তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হলেও রুবেলের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও (ডিস্ট্রিক সেলস অফিসার) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গতকাল রোববার প্রতিদিনের মতো সারাদিন ফিল্ডের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় রাত আনুমানিক ১২টার দিকে তার সহকর্মীরা রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভূঁইয়াগাঁতী বিকাশ অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে প্রায় ৬ লাখ টাকা নগদ অর্থ, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন ছিল।
আজ সোমবার সকালে স্থানীয়রা কবরস্থানের পাশে একটি বাগানে পড়ে থাকা একটি মোটরসাইকেল ও হেলমেট দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়।
ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, ‘উদ্ধারকৃত মোটরসাইকেল ও হেলমেট নিখোঁজ রুবেলের। তবে তার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
রায়গঞ্জ থানার ওসি কে. এম. মাসুদ রানা বলেন, ‘নিখোঁজের বিষয়ে অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রুবেলকে উদ্ধারে পুলিশ কাজ করছে।’

 
                            -20250825152413.png) 
                                    
-20250825144838.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন