বিএনপি কর্মীদের ভবিষ্যৎ কী?
মার্চ ২, ২০২৫, ০৯:৫৪ এএম
একটি ভিডিও দেখে অবাক হলাম। বিএনপির লোকজন দেশীয় অস্ত্র নিয়া, মহড়া দিয়া বাজারের খাজনা আদায় করতাছে। বাজারে মাইক নিয়া ঘোষণা দিতাছে বাজারের খাজনা তাদেরই দিতে হবে। আওয়ামী লীগ বদমাইশ আছিলো কিন্তু চালাক বদমাইশ আছিলো। কিন্তু বিএনপি তো দেখতাছি বেকুপ টু দি পাওয়ার ইনফিনিটি।এই যে দেখেন, আবার বলছিলাম না ওয়াজের স্টেজে...