ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, নব্বইয়ের ছাত্রজনতার অভ্যুত্থান থেকে আজ পর্যন্ত যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, এর প্রতিটি আন্দোলনে ছাত্রদল ছিল প্রথম সারিতে। দেশের সংকট নিরসনে ছাত্রদল রাজপথেই থাকে অতন্দ্র প্রহরী হিসেবে।
শনিবার (৩০ আগস্ট) ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস ছাত্রদল’-এর কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান সুরুজ। কর্মী সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল রানা শাবান।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সমর্থকদের বলছি, যার যার জায়গা থেকে ডাকসু নির্বাচনে বিএনপি-ছাত্রদল মনোনীত প্যানেলকে সহযোগিতা করুন। তাদের জন্য কাজ করুন। তাদের সবাইকে বিজয়ী করতে হবে।’
লিপকন বলেন, ‘দেশের গণতন্ত্রকে বিপদাপন্ন করতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন জীবন উৎসর্গ ও ত্যাগের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে, আর এর লক্ষ্য ছিল কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা।’
ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি সতর্ক করে বলেন, ‘সাবধান! ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ষড়যন্ত্র করছে, তাদের জবাব দিতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। এর কোনো বিকল্প নেই।’
কলেজের নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কলেজে ছাত্রদলের কর্মকাণ্ড বাড়াতে হলে কর্মীদের উৎসাহী করতে হবে। সিরামিক কলেজের ছাত্রদের রাজনীতির পাশাপাশি নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে হবে। পড়ালেখায় মেধার স্বাক্ষর রাখতে হবে, একই সাথে দেশ গড়তেও ভূমিকা রাখতে হবে। কেউ এমন কোনো কাজ করবেন না, যাতে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হয়।’
এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও, এ দিন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা ছাত্রদলের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহ্ফুজ উর রহমান লিপকন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন