এ যেন ঘরমুখো মানুষের ‘থিম সং’
মার্চ ২৫, ২০২৫, ১১:২৫ এএম
‘স্বপ্ন যাবে বাড়ি’ প্রকাশের ১৬ বছর পর আজও গানটির আবেদন রয়েছে। এবার ঈদের ছুটিতেও ঘরমুখো মানুষের মাঝে গানটি নিয়ে চর্চা চলছে, যাত্রাপথের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকেই লিখছেন, `স্বপ্ন যাবে বাড়ি` বিজ্ঞাপনচিত্রের ‘থিম সং’থেকে দেশের মানুষের ঘরে ফেরার ‘থিম সং’–এ পরিণত হয়েছে গানটি।২০০৯ সালের দিকে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের...