বাংলাদেশে প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার পরিবর্তে স্থানীয় মোবাইল ব্যালেন্স ব্যবহার করে আন্তর্জাতিক রোমিং সেবা গ্রহণের সুবিধা চালু করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।
বহুল প্রতীক্ষিত এই রেগুলেটরি সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের হজে সৌদি আরবগামী প্রায় ৮৭ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
টেলিকম খাত-সংশ্লিষ্টদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এ গুরুত্বপূর্ণ সুবিধা বাস্তবায়ন সম্ভব হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে সরকার দুই মাসের জন্য এই বিশেষ সুবিধা প্রদানের অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন এরই মধ্যে জারি করা হয়েছে।
এর আগে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিম কার্ড কিনতে হতো, যার ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্বসহ নানা জটিলতার সম্মুখীন হতে হতো।
তবে নতুন এ ব্যবস্থার মাধ্যমে হজযাত্রীরা নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সরাসরি গ্রামীণফোনের হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। সৌদি আরবে পৌঁছার সঙ্গে সঙ্গেই তারা সহজে ও নিরবচ্ছিন্নভাবে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
প্যাকেজগুলো যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মোবাইল ব্যালেন্স বা সহজ রিচার্জের মাধ্যমে কেনা যাবে।
গ্রামীণফোনের হজ রোমিং প্যাকেজগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেওয়া হবে এবং এগুলোতে থাকবে উন্নত মানের সেবা ও বিস্তৃত কাভারেজ। হজকালীন যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতেই প্যাকেজগুলো ডিজাইন করা হয়েছে। প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘আমাদের হজযাত্রীদের জন্য এই রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে আমরা গর্বিত। টেলিযোগাযোগ খাত, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা এই সেবা চালু করেছি, যাতে আমাদের গ্রাহকরা এই পবিত্র সফরে প্রিয়জনদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এই যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে তারা সহজে সংযুক্ত থাকতে পারবেন, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে পারবেন এবং উদ্বেগমুক্তভাবে হজ সম্পন্ন করতে পারবেন।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন