১২ কোটি বছর আগের রহস্যময় ডাইনোসরের সন্ধান
                          আগস্ট ২৩, ২০২৫,  ০৫:২৬ পিএম
                          লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ঘোষণা করেছে, জীবাশ্মবিদরা ডাইনোসরের নতুন এক প্রজাতি আবিষ্কার করেছেন। এর বিশেষ বৈশিষ্ট্য হলো পিঠে থাকা পালের মতো কাঠামো। ডাইনোসরটির নাম রাখা হয়েছে রেকর্ডধারী ব্রিটিশ নাবিক এলেন ম্যাকআর্থারের সম্মানে ‘ইস্তিওরাকিস ম্যাকআর্থুরি’।
ডাইনোসরটির হাড় ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি ছোট দ্বীপ আইল অফ ওয়াইট-এ আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি ১২...