ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত লুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর জাদুঘর কর্তৃপক্ষ দিনব্যাপী জাদুঘরটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে ডাকাতির ঘটনায় ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক্স-এ জানান, ‘আজ সকালে লুভর জাদুঘরের উদ্বোধনের সময় একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি এবং পুলিশ তদন্ত শুরু করেছে।’ তবে মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিশেষ কারণে আজ জাদুঘরটি বন্ধ থাকবে।’
স্থানীয় দৈনিক লে প্যারিসিয়েন-এর খবরে বলা হয়েছে, মুখোশধারী কয়েকজন ডাকাত নির্মাণাধীন একটি ভবনের দিক দিয়ে জাদুঘরে প্রবেশ করে। পরে তারা একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির একটি কক্ষে পৌঁছে যায়। সেখানে ফ্রান্সের ঐতিহাসিক রাজকীয় অলংকার সংগ্রহ সংরক্ষিত করা রয়েছে।
সেখান থেকে ডাকাতরা নেপোলিয়ন ও তার সম্রাজ্ঞীর গয়নার সংগ্রহ থেকে নয়টি মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি নেকলেস, ব্রোচ, টিয়ারা ও আরও কয়েকটি অলংকার রয়েছে। তবে ১৪০ ক্যারেটের বিখ্যাত ‘রিজেন্ট হীরা’ (প্রায় ৬ কোটি মার্কিন ডলার) অক্ষত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
লুভর জাদুঘর থেকে সর্বশেষ চুরির ঘটনা ঘটেছিল ১৯৮৩ সালে। তখন রেনেসাঁ যুগের দুটি ধাতব শিল্পকর্ম (শিরস্ত্রাণ ও ব্রেস্টপ্লেট) চুরি হয়েছিল। পরে ২০২১ সালে সেগুলো বেলজিয়ামে উদ্ধার করা হয়।
এর আগে ১৯১১ সালে ঘটে ইতিহাসের সবচেয়ে আলোচিত লুভর ডাকাতির ঘটনা। ইতালীয় ব্যবসায়ী ভিনসেঞ্জো পেরুগিয়া লিওনার্দো দা ভিঞ্চির ‘মোনা লিসা’ চুরি করে নিজের বাসায় লুকিয়ে রাখেন। দুই বছর পর সেটি উদ্ধার হয়, আর সেই ঘটনার পর থেকেই চিত্রকর্মটি বিশ্বের সবচেয়ে পরিচিত শিল্পকর্মে পরিণত হয়।
প্রতিবছর প্রায় ৯০ লাখ দর্শনার্থী লুভর জাদুঘর পরিদর্শন করেন। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে উনিশ শতকের শেষভাগ পর্যন্ত ৬ লাখ ১৫ হাজারেরও বেশি নিদর্শনের মধ্যে প্রায় ৩৫ হাজার শিল্পকর্ম জনসাধারণের জন্য প্রদর্শিত থাকে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন