ট্রলিং ট্রলার যখন সবার গলার কাঁটা
সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:৩৭ এএম
ভোর ৫টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার খাপড়াভাঙ্গা নদীর ঘাট থেকে একে একে বেরিয়ে পড়ছে বেশ কিছু ট্রলার। জ¦লছে লাল, নীল, সবুজ রঙের বাতি। সাগরের বুকে রুপালি ইলিশের সন্ধানে বের হওয়া এসব মাছ ধরার ট্রলারের বাহারি নামÑ আল্লাহর দান, আল্লাহর রহমত, আল্লাহ ভরসা, মা-বাবার দোয়া, বিসমিল্লাহ ইত্যাদি। কিন্তু তারা বহন করছে...