সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:১৪ পিএম

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:১৪ পিএম

ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি- সংগৃহীত

ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহলের অংশ হিসেবে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

নৌবাহিনীর সূত্র জানায়, যুদ্ধজাহাজটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন এলাকায় (Western IMBL) ভাসমান অবস্থায় ‘এফবি মায়ের দোয়া’ নামক ট্রলারটিকে শনাক্ত করে। জাহাজের রাডারে ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত অবস্থায় ট্রলারটির অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়।

জেলেরা জানান, তারা গত ১৫ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি গভীর সমুদ্রে ভেসে থাকে। টানা দুই দিন ধরে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে তারা পানির অভাব ও খাদ্য সংকটে চরম দুর্ভোগের মধ্যে ছিলেন।

উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে ট্রলারে থাকা ১২ জন জেলেই সুস্থ আছেন।

পরবর্তীতে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, সমুদ্রসীমার নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্রে অবস্থানরত মানুষের জীবনরক্ষায় নিয়মিতভাবে একাধিক যুদ্ধজাহাজের মাধ্যমে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করা হচ্ছে।

Link copied!