বুড়িগঙ্গায়ও টিকে আছে ডলফিন!
                          অক্টোবর ২৮, ২০২৫,  ০৮:১৩ এএম
                          দূষণ এবং মাছ ধরার জালের ব্যাপক ব্যবহারে সবধরণের মাছের আবাসস্থল কমেছে। বিশেষ করে ডলফিনের মতো মাছগুলোর আবাসস্থল কমেছে ব্যাপক হারে। তবে এরমধ্যে বেশকিছু ডলফিন টিকে আছে। এমন তথ্যই উঠে এসেছে একটি জরিপে। জরীপ অনুযায়ী, দেশের নদ-নদীতে এখনও টিকে ২ হাজার ৩০৭টি ডলফিন।
২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ৪৫টি নদীর ৪ হাজার ৮৯৩...