সংস্কৃতির শহরে ভাঙা হচ্ছে সিনেমা হল
মার্চ ১৭, ২০২৫, ০৮:৩৮ এএম
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির শহর ময়মনসিংহ। এই শহরে একসময় অজন্তা, ছায়াবাণী, অলকা, পূরবী ও সেনা অডিটরিয়াম নামে পাঁচটি সিনেমা হল ছিল। সিনেমা হলগুলোতে প্রচুর দর্শক হতো। দিনে দিনে মানহীন সিনেমা, দর্শকখরা এবং ২০০২ সালে সিনেমা হলে বোমা মারার পর হলগুলো ভাঙা শুরু হয়। অজন্তা, অলকা, সেনা অডিটরিয়াম বন্ধ হয়ে যায়। শহরে...