ইলন মাস্কের কল্যাণে মস্তিষ্কে মাইন্ড-রিডিং চিপ নিয়ে বসবাস
মার্চ ২৩, ২০২৫, ০১:৩৪ পিএম
মস্তিষ্কে একটি চিপ বসানো আছে, যা চিন্তাকে কম্পিউটার কমান্ডে রূপান্তরিত করতে পারে- শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটি বাস্তব নোল্যান্ড আরবাউয়ের জন্য। একটি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আট বছর পর, ২০২৪ সালের জানুয়ারিতে এই ৩০ বছর বয়সী ব্যক্তি মার্কিন নিউরোটেকনোলজি সংস্থা, নিউরালিংক-এর প্রথম রোগী হন। এটি অবশ্য প্রথম মস্তিষ্ক সংযোজনকারী চিপ...