কয়রায় সরিষা চাষে কৃষকের মুখে হাসি
জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৪৮ পিএম
খুলনার কয়রা উপজেলার আমাদী, বাগালী, মহেশ্বরীপুর,মহারাজপুর,কয়রা সদর,উওর বেদকাশী, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চারপাশের সরিষা ক্ষেতগুলো শুধু সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে। সবুজ-শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এ দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমনই প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। কখনো সবুজ, কখনো সোনালি, কখনো বা হলুদ। এমনই ফসলের মাঠ...