যেমন ছিল পারস্যের সামরিক শক্তি
জুলাই ২৭, ২০২৫, ০২:২০ পিএম
পারস্য সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিস্তৃত একটি সভ্যতা, যা বহু জাতি ও সংস্কৃতির মিশ্রণে গঠিত এক শঙ্কর সভ্যতায় পরিণত হয়েছিল। এ সভ্যতা পূর্ববর্তী মিসরীয়, ক্যালডীয়, অ্যাসেরীয়, লিডীয় এবং উত্তর প্যালেস্টাইন অঞ্চলের সভ্যতা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়।
পারস্য সাম্রাজ্যের সূচনা
খ্রিস্টপূর্ব ৫৫৯ অব্দে পারসিক নেতা সাইরাস দ্য গ্রেট (Cyrus the...