পাকিস্তানকে দমাতে যুক্তরাষ্ট্র থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সফটওয়্যার ও আনুষঙ্গিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের নৌবাহিনীর জন্য ‘সি-ভিশন’ নামক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যার এবং অন্যান্য সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত ঐক্যের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বিদ্যমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সহায়তা করবে। এর মাধ্যমে ভারতের নৌবাহিনীর বিশ্লেষণ, নজরদারি এবং কৌশলগত প্রস্তুতি আরও শক্তিশালী হবে।’
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সামরিক বহরে এই সফটওয়্যার যুক্ত করতে কোনো প্রযুক্তিগত জটিলতা হবে না এবং এটি দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তনও আনবে না।
এদিকে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঠিক এই সময় যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনার ঘোষণাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251030233957.webp) 
        
        
        
       -20251030225605.webp) 
        
        
       -30-10-25-20251030222222.webp) 
        
        
        
        
        
       -20251030213733.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন