জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ করদাতাদের জন্য আবেদন করার সময়সীমা বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক বিশেষ আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত বা প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে অক্ষম স্বাভাবিক ব্যক্তিরা ১৫ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, করদাতার আবেদন অনুমোদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার তাকে কাগজপত্রে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দেওয়ার অনুমতি দিতে পারবেন।
এনবিআর সূত্রে জানানো হয়েছে, চলতি কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হলেও কিছু করদাতা এখনো প্রযুক্তিগত সীমাবদ্ধতায় সমস্যার মুখোমুখি। তাদের সুবিধার জন্যই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এই আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন