যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি সামরিক ঘাঁটিতে। বৈঠকের স্থান হিসেবে নির্বাচিত হয়েছে আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’।
স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত একটায়) বৈঠকটি শুরু হয়।
এই ঘাঁটি আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে, এখানে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কায় আকাশ প্রতিরক্ষাকেন্দ্র এবং কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে কাজ করা হতো।
হোয়াইট হাউস জানিয়েছে, দুই শীর্ষ নেতার বৈঠক আয়োজনের জন্য নিরাপত্তা সংক্রান্ত সমস্ত শর্ত পূরণ হওয়ায় এই ঘাঁটিকে নির্বাচন করা হয়েছে।
প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ২০১৯ সালে ট্রাম্প এই ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন। তখন তিনি বলেন, ‘এখানকার সেনারা আমাদের দেশের শেষ সীমানায় আমেরিকার প্রতিরক্ষার সম্মুখভাগে দায়িত্ব পালন করছেন।’
৬৪ হাজার একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র। ১৯৫৭ সালে ঘাঁটিটি সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় ছিল। তখন এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন