স্ক্যাবিসের বিস্তার বাড়ছে দেশে
মে ৫, ২০২৫, ১০:৫১ এএম
বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুরসহ বেশকিছু জায়গায় স্ক্যাবিস রোগী বাড়ছে। ছোঁয়াচে রোগ ‘স্ক্যাবিস’ দ্রুত মানুষকে সংক্রমণ করছে। সরকারি হাসপাতালগুলোয় খোস-পাঁচড়া জাতীয় এ রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এটি ত্বকের সংস্পর্শে দ্রুত ছড়ায় এবং চুলকানি, ফুসকুড়ি ও ত্বকের ক্ষত সৃষ্টি করে।
‘স্ক্যাবিস’ কী ও কীভাবে ছড়ায়?
স্ক্যাবিস বা খোস-পাঁচড়া একটি...