ইউনিলিভারের সদর দফতরে সফর করলেন ব্রিটিশ বাণিজ্য দূত ও হাইকমিশনার
এপ্রিল ১৩, ২০২৫, ০৬:০১ পিএম
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)-এর কর্পোরেট সদর দফতরে সফর করেছেন যুক্তরাজ্য সরকারের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটন, ডিবিই, এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্যারাহ কুক।রোববার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এ সফরে তারা ইউনিলিভার বাংলাদেশের বিভিন্ন টেকসই উদ্যোগ ঘুরে দেখেন এবং কর্পোরেট নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় বারোনেস রোজি উইন্টারটন বলেন,...