মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
সাক্ষাতে হাইকমিশনার মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে কৌশলগত আলোচনা এবং অভিবাসন ব্যবস্থাপনা জোরদারে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
দুই দেশের মধ্যে অভিবাসন ও কর্মশক্তি ব্যবস্থাপনায় সহযোগিতা, নীতি বাস্তবায়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিয়ে চলমান বাস্তবতা নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, দেশটির সরকার বর্তমানে ৩০০-৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে শাস্তি ছাড়াই অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের নিজ দেশে ফেরার সুযোগ দিচ্ছে। তা সত্ত্বেও প্রতিদিন কোথাও না কোথাও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে, যেখানে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। এ ছাড়া ভুয়া ট্যুরিস্ট ভিসায় প্রবেশের চেষ্টা করায় বহু বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মালয়েশিয়া সফর করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে শ্রমবাজার, বৈধতা প্রদান ও রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবেই হাইকমিশনারের এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দক্ষ, স্বচ্ছ ও কার্যকর অভিবাসন ব্যবস্থাপনার লক্ষ্যে তারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাতে হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুরশেদ আলম।
অন্যদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন প্রবাসী সেবা বিভাগের পরিচালক আব্দুল হাদী বিন মোহাম্মদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাজওয়ান বিন আব মানান, বিদেশি কর্মী বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজিব বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপপরিচালক এফা নুরজাইনানি বিন্তি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলনিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।
আপনার মতামত লিখুন :