বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রক ব্যান্ডগুলোর মধ্যে অর্থহীন অন্যতম। ‘বেজবাবা’ সাইদুস সালেহীন খালেদ সুমনের হাত ধরে ১৯৯৮ সালে যাত্রা করা ব্যান্ডটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে বহু আগেই। তবে এবারই প্রথমবারের মত মার্কিন মুলুক জয় করতে যাচ্ছে তারা।
অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়জুড়ে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, পেনসিলভানিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া-এমন অন্তত ১২টি শহরে বাজবে অর্থহীনের সুর। আয়োজনে রয়েছে মিউজিক বাংলা ও ভেরিটাস ইভেন্টস।

বেজবাবা সুমনের অসুস্থতা এবং ধারাবাহিক অস্ত্রোপচারের কারণে ব্যান্ডটি অনেকদিন লাইমলাইটের বাইরে ছিল। তবে এবার সব শঙ্কা উড়িয়ে নতুন উদ্যমে ফিরছেন সুমন-মার্করা। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন বেজবাবা সুমন, মার্ক ডন, ও এহতেশাম আলী মইন।

ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক জানিয়েছেন, এই ট্যুর শুধু কনসার্ট নয়, এক ধরনের ‘ফিনিক্স রিটার্ন’। তার ভাষায়, ‘সুমন ভাইয়ের সম্মতি মেলায়ই তো আলোর মুখ দেখল এই ট্যুর।’
ভক্তদের জন্য সুখবর এখানেই শেষ নয়। দীর্ঘ প্রতীক্ষার পর আসছে ব্যান্ডটির পরবর্তী অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। গানের কাজ প্রায় শেষের পথে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুমন বলেন, ‘সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আস্থা পেয়েই আমরা রাজি হয়েছি। আমার মনে হচ্ছে, সামনে কিছু অসাধারণ সময় অপেক্ষা করছে।’
যুক্তরাষ্ট্র ট্যুরের চূড়ান্ত ভেন্যু ও তারিখ খুব শিগগিরই প্রকাশ পাবে অর্থহীনের সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা ইতিমধ্যেই ব্যান্ডের পেজে আগ্রহ প্রকাশ করছেন, কমেন্টে ভেসে আসছে একটাই কথা-‘অবশেষে ফিরল আমাদের অর্থহীন!’

ভক্তদের আবেগ, ব্যান্ডের প্রস্তুতি আর সুমনের লড়াই-সব মিলিয়ে ২০২৫ সালেরইয় দ্বিতীয়ার্ধটা যেন হয়ে উঠছে অর্থহীনময়।
আপনার মতামত লিখুন :