‘শিক্ষার্থী এবং তরুণ সমাজ যদি মাদকাসক্ত হয়, তবে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আমরা মাদক থেকে দুরে থাকব। মাদকের মা হলো সিগারেট। আমরা সবাই এই সিগারেট থেকে দূরে থাকব।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন এসব কথা বলেন। জেলার পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিদ্যায়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, আসাদুল ইসলাম, জাকির হোসেন, কুলসুম আক্তার, সমাজসেবক আব্দুল মজিদ ও সাংবাদিক জামাল উদ্দিন বাবলুসহ অনেকে।
মোহাম্মদ শরীফ উদ্দিন আরও বলেন, ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নয়। সমাজে কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা প্রতিবাদ করব। আমাদেরকে মাদকের অপব্যবহার রোধ করতেই হবে।’
সেমিনার শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, জ্যামিতি বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়। মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অন্যান্য অতিথিরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন