বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশক্রমে বিমান বাহিনীর প্রতিনিধি দল সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশক্রমে বিমান বাহিনীর প্রতিনিধি দল সোমবার (২৮ জুলাই) সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত গাজীপুরের কোমলমতি শিক্ষার্থী নিহত আব্দুল মুবাশ্বির মাকিন, সায়মা আক্তার, আফসানা আক্তার প্রিয়া, টাঙ্গাইলের শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রা, তানভীর আহমেদ, রাঙ্গামাটির শিক্ষার্থী উক্যছাইং মারমা এরিকশন এবং ভোলার মাসুমা বেগম (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক) এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।
বিমান বাহিনীর প্রতিনিধি দল তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
এ ছাড়াও, বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম ও শ্রদ্ধেয় অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে, শোকসন্তপ্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।
প্রতিনিধি দল শোকাহত পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার মতামত লিখুন :