সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪৩ এএম

আগামীকাল পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের

জ্যোতিদের প্রথম টার্গেট পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪৩ এএম

জ্যোতিদের প্রথম টার্গেট পাকিস্তান

আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবারের বিশ্বকাপের খেলাগুলো হবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে। আটটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ফাইনালসহ ৩১টি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। এরপর হবে ফাইনাল। দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু হবে বাংলাদেশের। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে। ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের মাচ সাতটি।

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত ২৫ সেপ্টেম্বর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাধায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশের পেসার মারুফ আক্তার। তার আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। বোলিংয়ে মারুফা ঝলকের পর নাহিদাও জ¦লে ওঠার বার্তা দেন। কিন্তু বেরসিক বৃষ্টি আর ম্যাচ হতে দেয়নি। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল এক রানের রোমাঞ্চকর জয় পায়। আগে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তার, রুবিয়া হায়দার ও সুমাইয়ার ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেটে ২৪২ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এই ম্যাচে বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদা আক্তার। দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। এ জন্য ১০ ওভারে ২৮ রান খরচ করেন। মারুফা ও ফাহিমা ২টি করে উইকেট পান। এই ম্যাচে বাংলাদেশের আটজন বোলিংয়ে হাত ঘুরিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ^াসের জ¦ালানি হবে।

দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এখন পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ ঘিরেই সব পরিকল্পনা বাংলাদেশ নারী দলের। এবারের বিশ^কাপে স্মরণীয় কিছু করে দেখানোর লক্ষ্য তাদের। গত আসরে প্রথমবার অংশ নিয়েই পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিলেন জ্যোতিরাও। এবার দ্বিতীয়বার বিশ^কাপে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম টার্গেট পাকিস্তান। সম্প্রতি আইসিসির এক কলামে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘এবার যেন আমরা বিশেষ কিছু করতে পারি, সেটাই প্রত্যাশা।’ বিশেষ কিছু করতে চাওয়ার প্রত্যয় নিয়ে ২৩ সেপ্টেম্বর বিশ^কাপ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘ক্যাপ্টেনস ডেতে’ জ্যোতি বলেন, ‘এটা আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ^কাপ। আগে আমরা অনভিজ্ঞ ছিলাম এবং বড় ইভেন্টে জেতার ক্ষেত্রেও অপরিচিত ছিলাম। তারপর থেকে দেশে ও দেশের বাইরে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। এখন আমরা জানি, এসব টুর্নামেন্টে কীভাবে ম্যাচ জিততে হয়।’ 

গত কয়েক বছরে বদলে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পর মেয়েদের ক্রিকেট ঘিরে বাড়ছে আগ্রহ। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি মনে করেন, এবার সময় এসেছে পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের প্রতিদান দেওয়ার। তিনি বলেন, ‘এই বিশ^কাপ নিয়ে আমরা মুখিয়ে আছি। আমাদের সবার জন্যই এটা একটা ভালো সুযোগ। আমরা আমাদের দেশে ক্রিকেট প্রচারের দায়িত্ব সম্পর্কে সচেতন, যেখানে কিনা নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে। আমরা বিশ^াস করি, আমাদের পারফরম্যান্সের মাধ্যমে আমাদের সমর্থকদের প্রতিদান দেওয়ার সময় এসেছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!