‘আমার সিদ্ধান্ত ঠিক ছিল’- এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি এমন টা লিখেন।
আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস লিখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’
যদিও আসিফ মাহমুদ পোস্টে সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়দের ধারণা, তার ইঙ্গিত ক্রিকেটার সাকিব আল হাসানের দিকেই। এর কারণ, একই রাতে সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি গত বছর গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন, আপা।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব কানাডায় ছিলেন। এরপর নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হলেও হত্যা মামলা ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগসহ বিভিন্ন আইনি জটিলতায় তিনি আর দেশে ফিরতে পারেননি।
গণঅভ্যুত্থানের পর পাকিস্তান ও ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অংশ নিলেও দেশে ফেরার সুযোগ পাননি সাকিব। গত অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে চাইলে তিনি সরকারের সবুজ সংকেত না পেয়ে মাঝপথ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, সাকিবের দেশে ফেরা ঠেকাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভূমিকা ছিল।
আসিফ মাহমুদের সর্বশেষ ফেসবুক পোস্টে সেই ধারণাই যেন নতুনভাবে আলোচনায় উঠে আসে।
পরে বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিবও নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন