সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগত অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতের সেই পোস্টে তিনি বলেন, ছোটবেলা থেকেই খালেদা জিয়ার কাছ থেকে শুভকামনার আশীর্বাদ পাওয়ার ইচ্ছা তার বহুদিনের।
হাদী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘কোনোদিন কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা হয় নাই। ছোটবেলা থেকে একটাই ইচ্ছা ছিল—বেগম জিয়া পরম মমতায় আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দেবেন কোনোদিন। ওনাকে রহম করো খোদা।’
এর আগে শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। তাদের পাঠান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বোর্ডের চিকিৎসকেরা তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
এর আগে এক বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি না রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের মানুষের প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা দিতে সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন