দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। মহাদেশীয় এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে এটি ভারতের দ্বিতীয় শিরোপা।
রোববার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করে।
রুদ্ধশ্বাস এই ফাইনালের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দলের জয় নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।
ভারত প্রধানমন্ত্রী তার পোস্টে এশিয়া কাপের এই ঐতিহাসিক জয়কে সাম্প্রতিক সামরিক অভিযানের সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’
প্রসঙ্গত, গত মে মাসে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ চালানো হয় এবং তারা জয়লাভ করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন