বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে চীনের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত সান ওয়েইডংয়ের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপমন্ত্রী ওয়েইডংয়ের সাথে প্রথম সৌজন্য সাক্ষাতে বিদ্যমান সহযোগিতা জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। আলোচনায় উভয় পক্ষ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক অনাক্রমণ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে পারস্পরিক হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পরে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বিনিয়োগের বিনিময়ে বাংলাদেশের অনন্য সুযোগগুলি অগ্রসর করার জন্য উৎসাহিত করেন এবং আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
সাক্ষাতে উভয়ে বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
পরে উপমন্ত্রী সান বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং উল্লেখ করেন যে, জনগণের মধ্যে বিনিময়ের বছরে পর্যটন, শিক্ষা, শিক্ষা, থিঙ্ক ট্যাঙ্ক এবং স্থানীয় সরকার খাতে আরও বেশি পরিদর্শন এবং প্রকল্প গ্রহণ করা উচিত। উভয়েই বহুপাক্ষিক ফোরামে, বিশেষ করে জাতিসংঘ ব্যবস্থায়, একসাথে কাজ করার জন্য তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করেন যাতে সকলেই, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলি বহুপাক্ষিকতার সুবিধা অর্জন করতে পারে।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন