ভারতীয় ইউটিউব ধাঁচের মিডিয়া গুজব প্রচার করছে: গোবিন্দ চন্দ্র
ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:৩৯ পিএম
জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক রূপালী বাংলাদেশকে বলেন ভারতে কিছু মোবাইল এবং ইউটিউব ধাঁচের মিডিয়া আছে, যারা চায় ভিউ বাড়াতে। তারা বিভিন্নভাবে অসত্য সংবাদ ও নানা গুজব প্রচার করে ও করছে। আর ওইখানকার যারা রাজনীতিবিদ, তারা এগুলো লুফে নিচ্ছে। তাদের রাজনৈতিক ফয়দা লুটতে কাজে লাগাচ্ছেন।তিনি বলেন, বাংলাদেশে...