নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ৬ উইকেটের পরাজয় বরণ করেছে বাংলাদেশ 'এ' দল। তবে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
শেষ ম্যাচে এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড 'এ'। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ 'এ' দল।
দলীয় ১৬ রানেই দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয় প্যাভিলিয়নে ফেরেন। এরপর সাইফ হাসান ৩১ রান করে আউট হলে দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী।
এক প্রান্তে ইয়াসির প্রতিরোধ গড়ে তুললেও আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট হাতে ব্যর্থ হন। ষষ্ঠ উইকেট পতনের পর নাসুম আহমেদ ইয়াসিরের সঙ্গে জুটি বাঁধেন।
ইয়াসির ৬৫ বলে ৬৩ রান করে বিদায় নিলে নাসুম একাই দলের স্কোর বাড়ানোর দায়িত্ব নেন। লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে ৯৬ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ রান করেন তিনি।
তার দৃঢ়তায় বাংলাদেশ 'এ' ৪৭.৩ ওভারে ২২৭ রানের সংগ্রহ পায়।
নিউজিল্যান্ড 'এ' দলের পক্ষে আদি অশোক তিনটি এবং বেন লিস্টার, জায়ডেন লেনক্স ও ডিন ফক্সক্রফট দুটি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড 'এ' দলের দুই ওপেনার দারুণ শুরু এনে দেন। প্রথম উইকেট জুটিতে তারা ৭৭ রান তোলেন। বিপজ্জনক হয়ে ওঠা রিস মারিউ ৩৩ বলে ৩৩ রান করে নাসুমের এলবিডব্লিউর শিকার হন।
এরপর ডেল ফিলিপস ৩৪, অধিনায়ক নিক কেলি ১৯, জো কার্টার ৩৩ ও মো আব্বাস ১৯ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। ১৬৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ডিন ফক্সক্রফট ও জ্যাক ফউকস দলের ইনিংস মেরামত করেন।
তাদের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড 'এ'। ফক্সক্রফট ৩৬ এবং জ্যাক ২৮ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ 'এ' দলের পক্ষে নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।
আপনার মতামত লিখুন :