রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয়না, সমস্যা মনমানসিকতার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘আইনের শাসন নিশ্চিত হলে জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নিষিদ্ধ। আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, পরে তারা বিএনপিকেও নিষিদ্ধ করার দাবি ওঠাতে পারে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত এখনও নিষিদ্ধ, নিবন্ধন পায়নি। তবে সরকার তাদের গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারকে প্রশ্ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে?’
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘দুবারের প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ ছাড়লেন। অথচ কোনও সংস্থা জানে না, এটি অবিশ্বাস্য। সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।’
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই— এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারাতো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তারেক রহমানের দেশে না ফেরা নিরাপত্তা মূল কারণ নয়। মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন