ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংঘাত এবার প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশের ক্রিকেট বোর্ডই মাঝপথে স্থগিত করেছে আইপিএল ও পিএসএল।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শেষ পর্যন্ত সেটিও আর হচ্ছে না। পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
তবে আমিরাতে পিএসএল আয়োজন না হওয়ার পেছনে রয়েছে ভিন্ন কারণও। আইপিএল-পিএসএল ইস্যুতে আমিরাতে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ছে।
ভারতের কিছু সংবাদমাধ্যমের দাবি, নিরাপত্তাজনিত কারণে ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পিএসএল আয়োজন করতে রাজি হয়নি।
এছাড়া ইসিবির আশঙ্কা, পিএসএল আয়োজন করলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আমিরাতে দক্ষিণ এশীয়দের উপস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত পিএসএল আয়োজনের প্রস্তাব নাকচ করেনি। দেশটির বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা পিএসএল আয়োজনে আপত্তি তোলেনি। একই তথ্য জানিয়েছেন পিসিবির এক সিনিয়র কর্মকর্তা।
এ বিষয়ে পিসিবি বলেন, দেশের এই ক্রান্তিকালে জনগণ খেলাধুলার চেয়েও গুরুত্বপূর্ণ জাতীয় সংকট নিয়ে উদ্বিগ্ন। তাই আপাতত থেমে গেল পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
আপনার মতামত লিখুন :