দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাঠে না থাকলেও ভক্তদের ভালোবাসায় তিনি এখনো তুমুল জনপ্রিয়। প্রিয় ক্রিকেটারকে স্মরণ করতে অনেকে গ্যালারিতে সাকিবের নামসংবলিত পোস্টার বা প্ল্যাকার্ড নিয়ে আসেন। কিন্তু সম্প্রতি এসব পোস্টার নিয়ে গ্যালারিতে প্রবেশে বাধার মুখে পড়ছেন দর্শকরা।
সম্প্রতি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে এমন একটি ঘটনা ঘটে। দর্শকরা সাকিবের নাম লেখা পোস্টার নিয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন এবং প্ল্যাকার্ডটি ছিঁড়ে ফেলেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।
এ ঘটনার পর সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
তিনি বলেন, ‘যখন সে বাংলাদেশ দলে এসেছে, তখন থেকেই আমি সাকিবকে চিনি। প্রায় ১৭–১৮ বছর ধরে তাকে চিনি। একজন ক্রিকেটার হিসেবে আমি তাকে যথাযথ সম্মান দিই। তবে পোস্টার ঢুকবে কি ঢুকবে না, সেটা নির্ধারণ করবে ডিসিপ্লিনারি কমিটি।’
গত ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও চলছে। তবুও আসিফ মনে করেন, সাকিবকে কেবল একজন ক্রিকেটার হিসেবেই মূল্যায়ন করা উচিত।
তিনি আরও বলেন, ‘সাকিবের প্রতি বাংলাদেশের একটা সফট কর্নার আছে। সে বাংলাদেশের এক ধরনের ব্র্যান্ড। মাঠে তার পোস্টার থাকবে কি থাকবে না, সেটা দেখবে ডিসিপ্লিনারি কমিটি।’
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন