আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীর তালিকায় দেশের ক্রীড়াঙ্গন থেকে বেশ কয়েকজনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ঘোষিত সম্ভাব্য তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সাফ জয়ী ফুটবলার ও দেশের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। বর্তমানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
খুলনা-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট আলী আসগর লবি। ঢাকা-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া ভোলা-৩ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক তারকা ফুটবলার ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঘোষিত তালিকায় আরও রয়েছেন, সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি মাগুরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-৮ আসন থেকে।
এ ছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী লড়বেন কুমিল্লা-৬ আসনে। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন প্রতিদ্বন্দ্বিতা করবেন নরসিংদী-১ আসনে। ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইসরাক হোসেন থাকছেন ঢাকা-৬ আসনে। আর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আহ্বায়ক শরিফুল আলম হচ্ছেন কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন