ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

অভিশংসিত হলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের। শনিবার (১৪ ডিসেম্বর) পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন তিনি। এদিন ২০৪ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন তার বিপক্ষে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্থানীয় সময় শনিবার বিকেলে অভিসংশনের লক্ষ্যে অনাস্থা ভোটের আয়োজন করা হয়। এতে ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন সদস্য অভিসংশন প্রস্তাবের পক্ষে ভোট দেন। অপরদিকে ৮৫ জন আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন। এছাড়া তিনজন ভোটদানে বিরত থেকেছেন এবং চারটি ভোট বাতিল হয়েছে।

ব্রিটিশ সংবাদসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, অনাস্থা ভোটে হারার পর ইউন সুক ইওলকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে দ্রুতই বরখাস্ত করা হবে এবং প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিশংসিত হওয়ায় ইওল কর্তৃত্ব হারাবেন, কিন্তু সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত তিনি পদে থাকবেন। প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আদালত ইওলকে অপসারণ করলে বা তিনি পদত্যাগ করলে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদে নির্বাচন হতে হবে।