ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান শান্তির প্রস্তাব দিয়েছে, তবে শর্তসাপেক্ষে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি পাকিস্তানকে ভারতবিরোধী অভিযান বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানান।
জবাবে দার বলেন, পাকিস্তান যুদ্ধ চায় না। আমরা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। তবে ভারত যদি সামরিক আগ্রাসন চালাতে থাকে, তাহলে আমাদেরও জবাব দিতে হবে। তিনি বলেন, উত্তেজনা কমাতে হলে ভারতকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে।
দার আরও সতর্ক করে বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ভারতের চেয়েও শক্তিশালী। তাই উত্তেজনা কমানোর দায়িত্ব এখন ভারতের।
এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন কাশ্মীর ও সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত গোলাবিনিময় চলছে। একাধিক বিমানঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে। আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে, কারণ দুই দেশই পরমাণু শক্তিধর।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল ইতিমধ্যে দুই পক্ষকে শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :