ভারতের কুপওয়ারা ও উরির নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। এসময় ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে এ তথ্য জানিয়েছে খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (৮ মে) কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকায় পাকিস্তানি গোলাবর্ষণে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন তিনজন নারী ও পাঁচজন শিশু।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ রাতে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকা। সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে সতর্ক করা হয় বাসিন্দাদের।
হামলার পর জম্মু-কাশ্মিরের কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক আংশিক বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে পাঞ্জাবের ফিরোজপুর, গুরুদাসপুর ও রাজস্থানের কয়েকটি সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, এখনও রাজৌরি, রিসি ও আখনুর সীমান্ত এলাকায় ভারী গোলাবর্ষণ চলছে। স্থানীয়দের দাবি, ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর পরদিনই এই পাল্টা হামলা চালায় পাকিস্তান।
আপনার মতামত লিখুন :