কাশ্মীর ইস্যু নিয়ে আবারও ভারতের ওপর অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক না মেনে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বানাতে চাইছে।
রোববার (১১ মে) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর তথ্য শাখা আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেন।
তিনি জানান, কাশ্মীর একটি আন্তর্জাতিক বিরোধ, যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রস্তাবে স্বীকৃত। এটি কেবল ভারত ও পাকিস্তানের নয়, কাশ্মীরবাসীরও সমস্যা।
তিনি বলেন, ‘ভারত কাশ্মীরের আইনি ও জনসংখ্যাগত কাঠামো বদলে এটি নিজেদের অভ্যন্তরীণ সমস্যা বানানোর চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘পাহেলগামে মানুষের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, হাজার হাজার মানুষকে আটক করা হচ্ছে। ভারত যা করছে তা কাশ্মীর ও অঞ্চলটির শান্তির জন্য হুমকি।’
চৌধুরী ভারতের উদ্দেশে বলেন, ‘এই সমস্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আলোচনার মাধ্যমে এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।’
তিনি জানান, ৭ মে ভোরে ‘পাহেলগাম ট্র্যাজেডি’র পর ভারত পাকিস্তানের ছয়টি এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালায়। এতে ২৪টি স্থানে আঘাত করা হয়। নিহত হন ৩৩ জন বেসামরিক নাগরিক এবং আহত হন ৭৬ জন।
এরপর পাকিস্তান প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংস করে।
১০ মে সকালেও ভারত তিনটি পাকিস্তানি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর পাকিস্তান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে।
একই দিন বিকেল সাড়ে ৪টায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
আপনার মতামত লিখুন :