ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

অতি দ্রুত পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৬:৩২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৬ মে) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় ট্রাম্প এ কথা বলেন।

পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যত দ্রুত আমরা বৈঠক আয়োজন করতে পারি, বৈঠক আয়োজন হয়ে গেলে দ্রুতই আমি এখান থেকে চলে যাব।’

বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি দেখা না করা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।

ট্রাম্প বলেছিলেন, ‘পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না।’

তুরস্কে আয়োজিত রাশিয়া-ইউক্রেন সরাসরি বৈঠক কার্যত মুখ থুবড়ে পড়ায় ট্রাম্প এ কথা বলেছিলেন।

উল্লেখ্য, যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তুরস্কে আলোচনা শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন, তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। যদিও পরবর্তী সময়ে পুতিন আর এই আলোচনায় অংশ নেননি।