ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সহসাই যুদ্ধবিরতি নয়: রাশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০২:২৪ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন খুব তাড়াতাড়ি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। তবে রাশিয়ার বলছে,  এখনই যুদ্ধবিরতি নয়।

মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে। শান্তি প্রতিষ্ঠার শর্তগুলো দুই দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।’

ট্রুথ হ্যান্ডেলে ট্রাম্প জানান, তিনি যুদ্ধবিরতির বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ান নেতাসহ ইউরোপীয় ইউনিয়ন নেতা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ফিনল্যান্ডের নেতাদের গ্রুপ কলের মাধ্যমে  অবগত করেন।

তবে ক্রেমলিন থেকে জানানো হয়, যুদ্ধবিরতি প্রক্রিয়ায় আরও সময় লাগবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে মস্কোকে চাপ দিতে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিচ্ছেন না।

ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে এবং তার থেকেও বেশি যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করবে।’

পরবর্তীতে হোয়াইট হাউজে তিনি জানান, ‘কিছুটা উন্নতি হচ্ছে’।

২০২২ সালের মার্চের পর সরাসরি আলোচনা আয়োজনের জন্য পুতিন ট্রাম্পকে ধন্যবাদ জানায়। সোমবার ফোনালাপের পর তিনি বলেন, ‘প্রচেষ্টা সঠিক পথেই এগোচ্ছে’। 

সচির ব্ল্যাক সি রিসোর্ট এ পুতিন সাংবাদিকদের জানান, ‘আমরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছি এবং রাশিয়া ইউক্রেনের সঙ্গে ভবিষ্যত সম্ভাব্য শান্তিচুক্তির জন্য কাজ করবে।’ 

তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের পর ইউক্রেন ও রাশিয়ার সরাসরি যোগাযোগ অব্যাহতের অগ্রগতির ইঙ্গিত দিলেও, সোমবারের আলোচনার ঝড় আবারও বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

সোমবার গভীর রাতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলেছেন, ট্রাম্প পুতিনের সঙ্গে তার ফোনালাপ সম্পর্কে তাদের ব্রিফ করার পর ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প সেই পদক্ষেপ অনুসরণ করতে প্রস্তুত বলে মনে হচ্ছিল না। মস্কোকে শান্তি চুক্তিতে ঠেলে দেওয়ার জন্য তিনি কেন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেননি জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কারণ আমি মনে করি, কিছু করার সম্ভাবনা আছে, এবং যদি আপনি তা করেন, তাহলে আপনি পরিস্থিতি আরও খারাপ করতে পারেন। কিন্তু এমন একটি সময় আসতে পারে যখন এটি ঘটতে চলেছে।’

ট্রাম্প বলেন, ‘কিছু বড় বিষয় জড়িত। অগ্রগতি না হলে আমি পিছু হটব। এটি আমার যুদ্ধ নয়।’