শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৫:১৫ পিএম

ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি বাতিল করল বাংলাদেশ 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৫:১৫ পিএম

ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি বাতিল করল বাংলাদেশ 

ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। ছবি- ইন্ডিয়া টুডে

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় ১৮০ কোটি রুপির একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। 

শুক্রবার (২৩ মে) ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের খবরে এ চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা-ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) সঙ্গে এই চুক্তি হয়েছিল।

চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি উন্নত সমুদ্রগামী টাগবোট নির্মিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ সরকার ১৮০ কোটি রুপির ওই চুক্তি বাতিল করেছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজের কাজও তারা করে। 

কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।’ 

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনেরই প্রতিফলন।

এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন।

একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাবও দেন তিনি।

তার মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারত বাংলাদেশের জন্য তৃতীয় দেশে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রানশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয়।

প্রসঙ্গত, ১৮ মে বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংযম ও সরাসরি আলোচনার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

Link copied!