ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইরানে আক্রমণে ইসরায়েলি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যোগসূত্রের কথা তুলে ধরে বলেন, ‘ইহুদিবাদী সরকার মার্কিনীদের অস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে।’
সোমবার (১৬ জুন) সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ইসরায়েলি সরকারের এই অপরাধকে আন্তর্জাতিক সব নিয়ম ও রীতিনীতি লঙ্ঘন করে একটি ভয়াবহ আগ্রাসন হিসেবে নিন্দা করেছেন।
ইসমাইল বাকাই বলেন, ‘ইহুদিবাদী সরকার আমেরিকা থেকে সরবরাহকৃত বিভিন্ন ধরণের অস্ত্র দিয়ে ইরানে আক্রমণ চালাচ্ছে।’
মুখপাত্র বলেন, ‘আমেরিকার সহায়তায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার আলোচনার পথকে অর্থহীন করে ফেলেছে।’
আমেরিকান ইসরায়েলের সঙ্গে এই হামলার অংশ- উল্লেখ করে বাকাই বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে আমেরিকার ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্বীকার করা এখন সময়ের ব্যাপার।’
নিজেদের আত্মরক্ষার জন্য ইরানিদের একসঙ্গে লড়তে হবে উল্লেখ করে মুখপাত্র বলেন, ‘আমাদের ইসলামিক প্রজাতন্ত্র তার নাগরিকদের রক্ষা করার জন্য ইহুদিবাদী সরকারের সঙ্গে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে।’
‘যেসব সরকার ইহুদিবাদীকে সমর্থন করেছে এবং ইসরায়েলি হামলাকে ন্যায্যতা দিয়েছে, তারা এই আগ্রাসনের সঙ্গে জড়িত এবং ইরান তাদের তাদের মনে রাখবে।’
এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলি সরকার তেহরানের বেশ কয়েকটি আবাসিক এলাকা এবং ইরানের অন্যান্য অংশের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে।
এই হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
এদিকে গত চার দিনে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলি হামলার পর ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী সরকার একটি বড় ভুল করেছে, তারা সত্যিই গুরুতর ভুল করেছে, তার বেপরোয়া হয়ে গেছে।


-20250616151543.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন