ইরানে লাগাতার ১২ দিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৯৩৫ জন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সপ্তাহখানেকের মাথায় আনুষ্ঠানিকভাবে নিহতের এ সংখ্যা জানানো হলো। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য প্রকাশ করে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশটির ওপর ইসরায়েলি বাহিনীর ১২ দিনের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৯৩৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ জন শিশু রয়েছেন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর এই আগ্রাসনে আমাদের বহু নাগরিক শহীদ হয়েছেন।’
তিনি আরও জানান, রাজধানী তেহরানের এভিন কারাগারে ২৩ জুনের হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বন্দিদের পাশাপাশি তাদের স্বজন ও কারা কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।
গত ১৩ জুন শুক্রবার ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে। ১২ দিন ধরে চলা ওই আক্রমণে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা, পরমাণুবিজ্ঞানী, সামরিক ঘাঁটি, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
উল্লেখযোগ্যভাবে, ইরানও ইসরায়েলের পাল্টা জবাব দেয়। তারা তেল আবিব ও হাইফা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলি সূত্রের তথ্য মতে, এসব পাল্টা হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন।
সবশেষে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।


-20250701045003.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন