শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১২:৫১ পিএম

ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১২:৫১ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘায়ি।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, ‘আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি।’

এর আগে ট্রাম্প সোমবার বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় এবং আলোচনা নির্ধারিত হয়েছে। যদিও তিনি সময় বা স্থান উল্লেখ করেননি।

ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা নির্ধারণ করেছি। তারা আলোচনা করতে চায়। তারা বৈঠক চায়। কিছু একটা সমাধান করতে চায়। তারা এখন একেবারেই আলাদা, দুই সপ্তাহ আগের চেয়ে অনেক বদলে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেন। 

ফিন্যান্সিয়াল টাইমসে লেখা এক প্রবন্ধে তিনি বলেন, ‘যদিও সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় ফিরে আসার ইঙ্গিত পাওয়া গেছে, তবে আমরা কীভাবে আবারও আলোচনার বিষয়ে আস্থা রাখতে পারি?’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক স্থাপনাসহ আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়, যাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

সেই হামলার কয়েক দিন পরই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা পুনরায় শুরুর জন্য একটি বৈঠক হওয়ার কথা ছিল, যা শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, তবে ২২ জুন তারা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

আলোচনায় ইরানের প্রধান প্রতিনিধি হিসেবে থাকা আরাঘচি বলেন, সৎভাবে নতুন আলোচনায় সম্মত হওয়ার পর আমরা দেখেছি, পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুটি দেশের হামলার মধ্য দিয়ে আমাদের সদিচ্ছার জবাব দেওয়া হয়েছে। ইরান কূটনীতিতে আগ্রহী থাকলেও নতুন করে সংলাপে যাওয়ার বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!