ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হত্যাকারী’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই সমালোচনাকে পাত্তাই দিচ্ছে না ক্রেমলিন।
বুধবার (৯ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিন জানিয়েছে, তারা এসব নিয়ে শান্ত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা চালিয়ে যাবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ফোনালাপে বলেন, ‘আমরা এ নিয়ে খুব একটা বিচলিত নই। ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া ও বর্তমানে ভেঙে পড়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আগের মতোই আগ্রহী।’
এর আগে মঙ্গলবার ট্রাম্প জানান, তিনি ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছেন এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছেন, যা স্পষ্ট করে দেয় যে, পুতিনের প্রতি তার হতাশা বাড়ছে।
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি একদিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি, বরং তার প্রশাসনের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প এখন বুঝতে পারছেন যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এত সহজে মিটবে না।
পেসকভ আরও বলেন, ‘আমরা ট্রাম্পের এক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি, তিনি স্বীকার করেছেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান তিনি যতটা সহজ ভেবেছিলেন বাস্তবে তা অনেক কঠিন হয়ে উঠেছে।’
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আপনার মতামত লিখুন :