২২ বছরেরও বেশি সময় ধরে নিজের ১১ জন স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে ইরানে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত নারীর নাম কোলসুম আকবারি। সরকারি নথি অনুযায়ী তার বয়স এখন ৫০-এর শেষ দিকে, তবে ভুক্তভোগীদের পরিবার দাবি করছে তিনি আরো বেশি বয়স্ক।
আদালতের নথি অনুযায়ী, তিনি বয়স্ক পুরুষদের লক্ষ্যবস্তু বানাতেন, তাদের সঙ্গে বিয়ে করতেন এবং ধীরে ধীরে বিষ প্রয়োগ করতেন। ২০০১ সাল থেকে শুরু করে একে একে নিজের ১১ স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ আকবারির বিরুদ্ধে। উত্তরাধিকার এবং বিবাহ পরবর্তী দেনা-পাওনা আদায় করা হত্যার মূল উদ্দেশ্য বলে জানা যায়।
আদালতে প্রসিকিউটররা বলেন, ‘আসামি খুব দক্ষতার সঙ্গে নিজের চিহ্ন মুছে ফেলতেন। অধিকাংশ ভুক্তভোগীকে তাদের বয়স ও দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে মারা গেছে বলে মনে হতো, যা তাকে কয়েক দশক ধরে বিনা সন্দেহে এই কাজ চালিয়ে যেতে সাহায্য করেছে।’
ইরানি পত্রিকা হাফতে সাবহ জানিয়েছে, ২০২৩ সালে আজিজুল্লাহ বাবায়ি নামে এক প্রবীণ ব্যক্তির রহস্যজনক মৃত্যুর পর তার পরিবার তদন্তের দাবি তোলে। বাবায়ি কিছুদিন আগেই আকবারিকে বিয়ে করেছিলেন, তবে পরিবার তাকে তেমন চিনত না।
এরপর এক পারিবারিক বন্ধুর বয়ান থেকেই তদন্তে গতি আসে। ওই বন্ধুর বাবাও একসময় কোলসুম আকবারিকে বিয়ে করেছিলেন এবং একবার তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান এবং পরবর্তীতে তাকে তালাক দেন। এরপরই তদন্তকারীরা পুরনো ঘটনার সঙ্গে মিল খুঁজে দেখতে শুরু করেন।
আকবারি বিভিন্ন সময়ে ডায়াবেটিস ও যৌনক্ষমতা বৃদ্ধির ওষুধ, এমনকি অ্যালকোহল মিশিয়ে স্বামীদের ধীরে ধীরে দুর্বল করে তুলতেন। এর পর অজ্ঞান করে ভেজা তোয়ালে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করতেন স্বামীদের। প্রতিটি হত্যার পর, আকবারি স্বামীর উত্তরাধিকার বা দেনমোহরের টাকা দাবি করতেন।বর্তমানে শুনানি শেষে বিচারকরা এখন রায় ঘোষণার জন্য কাজ শুরু করছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন